Breaking News

অনলাইন লেনদেনে যে বিষয়গুলো মাথায় রাখবেন

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আজকাল আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পরেছি। এখন আমরা ঘরে বসেই মুহূর্তের মধ্যে বিভিন্ন লেনদেনও করে থাকি প্রযুক্তির মাধ্যমে। তবে আপনি জানেন- এর যেমন ভালো দিক রয়েছে, ঠিক তেমনি খারাপ দিকও রয়েছে।
তাই অনলাইনে লেনদেন করার সময় মাথায় রাখুন কিছু ব্যাপার।
১। ইন্টারনেটের এই যুগে সতর্ক থাকুন অনলাইন লেনদেনে। অনলাইন লেনদেনের কারণে অজান্তেই আপনার ব্যাংকের তথ্য থেকে অন্যান্য গোপন তথ্য চুরি হয়ে যেতে পারে। এছাড়াও আমরা অনেকেই ট্রেনের টিকিট অনলাইনেই বুক করে থাকি ঘুরতে বা প্রয়োজনে রেল সফরের আগে বেশিরভাগ ক্ষেত্রেই। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সবার প্রথমে লক্ষ্য করুন, ভারতীয় রেলের আইআরসিটিসির আধিকারিক ওয়েবসাইট রয়েছে ট্রেনের টিকিট কাটার জন্য। আর আপনি টিকিট বুকিং করার জন্য এই সাইট ব্যবহার করুন। আপনার ব্যাংকের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে অজানা ওয়েবসাইট থেকে টিকিট বুক করার চেষ্টা করলে।
২। অনেক ওয়েবসাইটও পেতে পারেন আইআরসিটিসি নামের। অরিজিনাল ওয়েবসাইটের নামের একটু পরিবর্তন করে হুবহু একইরকম ওয়েবসাইট তৈরি করে ফেলে হ্যাকাররা। আপনি যানো আসল-নকল না বুঝতে পারেন এই ওয়েবসাইটগুলিকে এমনভাবেই তৈরি করা হয়। তাই ওয়েবসাইটের অ্যাড্রেস ভালো করে যাচাই করে নিন অনলাইনে কোনও লেনদেন করার আগে।
৩। পাবলিক কম্পিউটার অথবা সাইবার ক্যাফেতে টিকিট বুকিং এবং টাকা পয়সা সংক্রান্ত কোনও লেনদেনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, কোনও ব্রাউজারে পাসওয়ার্ড দেওয়ার পরে রিমেম্বার পাসওয়ার্ডের অপশন আসে, তাহলে অবশ্যই তা সেভ করবেন না, সেটা হোক ক্রোম বা মোজিলা। এতে আপনার গুরুত্বপূর্ণ গোপন তথ্য অন্যরা জেনে যাওয়ার সম্ভাবনা থাকে। নিজের ল্যাপটপ বা সিস্টেমে অবশ্যই অ্যান্টি-ভাইরাস লোড করে নিন  আপনার অনলাইন লেনদেনকে আরও সুরক্ষিত করতে।

No comments