১৯-০৩-২০১৮খ্রি: রাত ০৮:০০ঘটিকার সময় রংপুর জেলার পীরগঞ্জ উজেলাধীন ১১ নং পাঁচগাছী ইউনিয়নের দশমৌজা সাহাপুর গ্রামের জাহাঙ্গীরাবাদ বাজারের মোটর সাইকেল মেকার মো: রবিউল ইসলামের বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ি-ঘরসহ আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মালামাল ভস্মিভুত হয়।
সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য হচ্ছে তার চারটি গরুর সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে। এই অবলা প্রাণীগুলোর দিকে চেয়ে এমন কেউ নেই যার চোখে পানি আসেনি। এলাকাবাসীর ধারনা গোয়লে রাখা মশার কয়েল অথবা পোড়ের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। অনেকে আবার বৈদ্যুতিক শর্টসার্কিটকেও সন্দেহ করছেন। এ ঘটনায় রবিউলের বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছবি: রাংগা সরকার
“আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার”
Reviewed by Razu Mondal
on
March 20, 2018
Rating: 5
No comments