প্রধানমন্ত্রীর দফতরে যাবে ডিজিটাল সেন্টারের পরিচালকেরা
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকদের বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার
দাবি নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে যাবে বাংলাদেশ ডিজিটাল সেন্টার পরিচালক
ফোরাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফোরামের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত
হয়।
সভায় ফোরামের সভাপতি আবুল হাশিম অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে আসা পরিচালক/বক্তারা নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন। অনেকেই তার পদত্যাগ দাবি তোলেন। দুই বছর আগে ফোরামের অস্থায়ী কমিটি হলেও আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। সভায় পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে।
সভায় বক্তব্য রাখেন মাহতাব উদ্দিন, হাজি আরিফুর রহমান ও ইউসুফ আলি, গোপালগঞ্জের পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় ইউসুফ আলি বলেন, ফোরামকে এগিয়ে নিতে সবার মতামত নিয়ে আজই নতুন কমিটি গঠন করা হবে।
সভায় ফোরামের সভাপতি আবুল হাশিম অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে আসা পরিচালক/বক্তারা নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনেন। অনেকেই তার পদত্যাগ দাবি তোলেন। দুই বছর আগে ফোরামের অস্থায়ী কমিটি হলেও আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। সভায় পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে।
সভায় বক্তব্য রাখেন মাহতাব উদ্দিন, হাজি আরিফুর রহমান ও ইউসুফ আলি, গোপালগঞ্জের পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। সভায় ইউসুফ আলি বলেন, ফোরামকে এগিয়ে নিতে সবার মতামত নিয়ে আজই নতুন কমিটি গঠন করা হবে।
No comments