Breaking News

জন্ম নিবন্ধন বিষয়ে প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি



Suvash Roy অনেক দিন যাবৎ ভাবছি জন্মনিবন্ধন নিয়ে কিছু লিখবো। আবার ভাবি আমাদের লেখায় কি হবে? কিন্তু ভেবে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল সন্তান হিসাবে ঘোষনা করেছেন। তাই ডিজিটাল সন্তানদেরও কিছু কর্তব্য থাকে। মায়ের প্রতি সেই কর্তব্য থেকেই এই লেখা, জানিনা লেখাটা সরকারের কাছে যাবে কিনা? কিন্তু মাকে জানানোর জন্য এই লেখা। লাইক নয় সবাই সেয়ার করুন। তাতে যদি কারো নজরে আসে তাহলেই সার্থক উদ্যেক্তারা। 
মানুষ এখনও জন্মনিবন্ধনের ব্যাপারে এত সচেতন হয়নি আমাদের দেশে। আর কোন রকম প্রচার ছাড়াই হঠাৎ করে যে পরিপত্র জারিকরা হয়েছে সেখানে বলা হয়েছে যে, শূন্য থেকে
৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করতে হবে। না করলে বিলম্বের কারন সম্বলিত এভিডেবিট প্রয়োজন।

এই এভিডেবিট চালু করার আগে ব্যাপক প্রচার না করার ফলে জনগন পরিষধ এ এসে যখন শোনে, এটা লাগবে ৪৬ দিনের বাচ্চার জন্য তখন তারা সরকার সম্পর্কে বাজে মন্তব্য করে। এটা শুনতে আমাদের খুব খারাপ লাগে। কারন আজ আমরা আমাদের মায়র জন্যই এখানে বসতে পেরেছি। তাই কেউ খারাপ কিছু বল্লে আমাদের ও খারাপ লাগে। 

সামনে নির্বাচন, তাই এই ইসুটা বিরোধীরা প্রচার করছে। জনবান্ধব সরকার মানুষকে না জানিয়ে এটা করেছে। এর ফলে বাকি জনগন হয়রানি হচ্ছে। এভিডেবিট করতে উকিল নিচ্ছে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে ২০০০/ ২৫০০ ফি। এছাড়া যাতায়াত তো আছেই। কাজেই সব দিক বিবেচনা করে ব্যাপক প্রচারনা না করা পর্যন্তু এভিডেবিট বাদ দেয়া যায় কিনা? 

এটা রেজিষ্টার জেনারেল যদি দেখতেন তবে জনগন তথা সবার মংগল হতো। লেখায় যদি কোন ভুল হয় আমি ক্ষমা প্রার্থী।

No comments