ফেসবুকের দোষ কি ?
ফেসবুকের দোষ কি
নিরীহ ফেসবুকের ওপর চলছে নর্বিচার অত্যাচার।যে যার মতো করেই লিখে যাচ্ছে যা মন চায়।কেউ ভাঙছে বন্ধুত্বের পুরনো বন্ধন।
কেউ অযথাই কিছু শব্দ ছুঁড়ে মারছে।যা কাউকে নরম বুকে বিঁধে দিচ্ছে বিষাক্ত কাঁটা।
কেউ পরক্ষ উক্তিতেই ঝাল ঝাড়ছে রোজ।
আবার কেউ কারো কাছে কিছু শিখে দু'লাইন
লিখে তাকেই দিচ্ছে নতুন শিক্ষা।আসলে
ফেসবুকের শব্দশক্তি নেই বিধায় সব নীরবেই
মেনে নিতে হয়।
ফেসবুক কাউকে কিছু বলে না।মামলাও করে
না।কারো অধিকার হরণ করে না।ঘুস খায় না।জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনেও অংশ নেয় না।দাওয়াত খেতেও যায় না।ওকে চোখে
আঙুল দিয়ে মানুষ যার যার মতো করেই
কাজ সেরে নেয়।আমরাই করছি অন্যায়।
নিরীহ ফেসবুকের ওপর চলছে নর্বিচার অত্যাচার।যে যার মতো করেই লিখে যাচ্ছে যা মন চায়।কেউ ভাঙছে বন্ধুত্বের পুরনো বন্ধন।
কেউ অযথাই কিছু শব্দ ছুঁড়ে মারছে।যা কাউকে নরম বুকে বিঁধে দিচ্ছে বিষাক্ত কাঁটা।
কেউ পরক্ষ উক্তিতেই ঝাল ঝাড়ছে রোজ।
আবার কেউ কারো কাছে কিছু শিখে দু'লাইন
লিখে তাকেই দিচ্ছে নতুন শিক্ষা।আসলে
ফেসবুকের শব্দশক্তি নেই বিধায় সব নীরবেই
মেনে নিতে হয়।
ফেসবুক কাউকে কিছু বলে না।মামলাও করে
না।কারো অধিকার হরণ করে না।ঘুস খায় না।জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনেও অংশ নেয় না।দাওয়াত খেতেও যায় না।ওকে চোখে
আঙুল দিয়ে মানুষ যার যার মতো করেই
কাজ সেরে নেয়।আমরাই করছি অন্যায়।
No comments