Breaking News

মৌসুমী, শাবনূরের পর নায়িকা কোথায় : ওমর সানী



‘ছবি চলে না এমন দোষারোপ কাউকে করবেন না। গল্প ভালো, পরিচালক ভালো, কিন্তু শিল্পী ভালো না, তা হলে ছবি চলবে না। ছবি বানাতে হয় প্রপার শিল্পী দিয়ে। চলচ্চিত্র ডিরেক্টরস মিডিয়া। কিন্তু সেই পরিচালকের পরিচালনা করার মতো শিল্পী থাকতে হবে। ভালো ছবি বানাতে পারলে ছবি ঠিকই চলে এবং চলবে। শুধু চ্যালেঞ্জ না করে, আসুন ভালো সিনেমা দর্শকদের উপহার দিই, ছবি ঠিকই চলবে।’ গতকাল সোমবার রাজধানীর এক হোটেলে ‘ইনোসেন্ট লাভ’ ছবির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নায়ক ওমর সানী।
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ইনোসেন্ট লাভ’। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। ছবিতে ওমর সানী অভিনয় না করলেও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে আরো উপস্থিত
ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, পরিচালক কাজী হায়াৎ, অমিত হাসান প্রমুখ।
ওমর সানী এ সময় বর্তমান ছবির সমালোচনাও করেন। তিনি বলেন, “চলচ্চিত্রে এখন ‘চারটা’র সময় চলছে। চারটা গান, চারটা ফাইট, চারটা রোমান্স দিয়ে ছবি বানিয়ে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, এই চ্যালেন্জ, সেই চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ দিয়ে তো ছবি চলবে না।”
বিনোদন সাংবাদিকদের উদ্দেশে সানি বলেন, ‘আমি যতটা আছি তার চেয়ে বাড়িয়ে দিয়েন না আমার পজিশন। এই অভ্যাসটা থেকে আমাদের দূরে থাকা উচিত। আমি সুপার স্টার নই, একসময় এক নম্বর হিরো ছিলাম, এখন আমি একজন শিল্পী। দেখা গেল হুট করে একজন এলো, কোনো হিট নাই, কোনো ফ্লপ নাই, আমরা তাকে তারকা বানিয়ে দিলাম, কী লাভ হলো ইন্ডাস্ট্রির? একদিনে মান্না তৈরি হয়নি, একদিনে ওমর সানী বা সালমান শাহ তৈরি হয়নি। মৌসুমী, শাবনূরের পর আর নায়িকা কোথায়? কে এসেছে? তাই সাংবাদিকদের বলব, যতটুকু যার প্রাপ্য তাকে ততটুকু দিন, বেশি দিলে তা বহন করার মতো জ্ঞান না থাকলে পথ হারাবে।’
‘ইনোসেন্ট লাভ’ ছবিতে অভিনয় করেছেন পরী মণি, নবাগত নায়ক জেফ, সোহেল রানা, প্রয়াত মিজু আহমেদ প্রমুখ।

No comments