এটাই তো জীবন। এভাবেই তো উপভোগ করতে হয়।
এটাই তো জীবন। এভাবেই তো উপভোগ করতে হয়।
স্যালুট মাশরাফি।
রংপুর রাইডার্সকে বিপিএল শিরোপা এনে দেয়ায় বসুন্ধরা গ্রুপ মাশরাফিকে খুশি হয়ে ৫ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ি উপহার দিতে চেয়েছিল। আমরা অনেকেই এ সংবাদ বিভিন্ন অনলাইন ও জাতীয় দৈনিকে দেখেছি। নিচের (ছবিতে) গাড়িটির দিকে তাকিয়ে দেখুন তো, এটি রেঞ্জ রোভার কিনা?
স্যালুট মাশরাফি।
রংপুর রাইডার্সকে বিপিএল শিরোপা এনে দেয়ায় বসুন্ধরা গ্রুপ মাশরাফিকে খুশি হয়ে ৫ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ি উপহার দিতে চেয়েছিল। আমরা অনেকেই এ সংবাদ বিভিন্ন অনলাইন ও জাতীয় দৈনিকে দেখেছি। নিচের (ছবিতে) গাড়িটির দিকে তাকিয়ে দেখুন তো, এটি রেঞ্জ রোভার কিনা?
আশ্চর্য হচ্ছেন, তাই না? হ্যা, এটি একটি এম্বুলেন্স।
আমাদের মাশরাফি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে উপহার হিসেবে রেঞ্জ রোভার না নিয়ে নড়াইল সদর হাসপাতালের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত এম্বুলেন্স নিয়েছেন। যে এম্বুলেন্স মাশরাফি নড়াইল সদর
হাসপাতালে আগামীকাল হস্তান্তর করবেন। আমরা জানি, বিগত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় দৈনিকে লেখালেখি হচ্ছিল যে, নড়াইল সদর হাসপাতালে এম্বুলেন্স প্রয়োজন।
এই হচ্ছে মাশরাফি, আমাদের মাশরাফি, বাংলাদেশের মানবিক ক্রিকেটার মাশরাফি, মানুষ মাশরাফি।
No comments