জননেতা শরফুদ্দীন আহমেদ ঝনটু ভোটের মাঠে লিওনেল মেসি।
রংপুরে আওয়ামী পরিবার আজ ঐক্যবদ্ধ।পুরো জনপদজুড়ে নিকট অতীতের যেকোন সময়ের চেয়ে দলগতভাবে আওয়ামী লীগ আজ অনেক সুসংগঠিত।ধানের মাঝে একটু আধটু পাতান থাকেই।সবকিছুর উর্দ্ধে দলের সকলের সমন্বিত প্রয়াসে এখানে এখন মরা গাঙ্গে বান ডাকছে।থেকে থেকে জোয়ার উঠছে।
আগামীকাল সকাল থেকে এই জোয়ার অব্যাহত থাকলে তীরহারা
ঢেউয়ের সাগরে ভাসবে,ছুটবে,কুলে ভিড়বে বঙ্গবন্ধুর নাও।
রংপুরের উন্নয়নের বাস্তবতায় দাঁড়িয়ে মহানগরের সকল সচেতন নাগরিকবৃন্দ নৌকার
বিজয়কে নিশ্চিত করতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ইনশাআল্লাহ্,মিথ্যে
আবেগকে বর্জন করে দিনবদলের নৌকায় ভিড়বে প্রিয় রংপুরবাসী।
আগামীকাল দিনভর পারস্পরিক সংযোগ অব্যাহত রাখো রংপুরের ছাত্র ও যুব সমাজ।তোমার প্রতিবেশী কৃষক,শ্রমিক,
মেহনতী মানুষগুলোকে বুকে জড়িয়ে নাও।এই মানুষগুলোই জয়-পরাজয় নির্ধারণ করবেন।খোদা-ভগবান-ঈশ্বর এদের হাত দিয়েই মানুষের মাঝে মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন।
সম্মান নেনেওয়ালা-দেনেওয়ালা তো একজনই।কিন্তু চেষ্টাটা আমাদের সকলের।আশার কথা এই যে,রংপুরের ভোটের রাজনীতিতে জননেতা শরফুদ্দীন আহমেদ ঝনটু একজন ঝানু রাজনীতিবিদ,তিনি ভোটের মাঠে লিওনেল মেসি।
আগামীকাল দিনভর পারস্পরিক সংযোগ অব্যাহত রাখো রংপুরের ছাত্র ও যুব সমাজ।তোমার প্রতিবেশী কৃষক,শ্রমিক,
মেহনতী মানুষগুলোকে বুকে জড়িয়ে নাও।এই মানুষগুলোই জয়-পরাজয় নির্ধারণ করবেন।খোদা-ভগবান-ঈশ্বর এদের হাত দিয়েই মানুষের মাঝে মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন।
সম্মান নেনেওয়ালা-দেনেওয়ালা তো একজনই।কিন্তু চেষ্টাটা আমাদের সকলের।আশার কথা এই যে,রংপুরের ভোটের রাজনীতিতে জননেতা শরফুদ্দীন আহমেদ ঝনটু একজন ঝানু রাজনীতিবিদ,তিনি ভোটের মাঠে লিওনেল মেসি।
No comments