এ দায়ভার বইবে কে?
![]() |
ছবি: রাংগা সরকার |
আমরা পাঁচগাছী ইউনিয়ন বাসী এখন কোথায় আছি!!!
অনলাইনে কয়েকটি কাজ করতে গিয়ে দেখলাম, আমাদের বিদ্যালয়ের( জাহাঙ্গীরাবাদ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়) পোস্ট অফিস এখনও পানবাজার। জাহাঙ্গীরাবাদ বলে কোনো পোস্ট অফিস সেখানে নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো, পানবাজার পোস্ট অফিসের অধীনেই আমাদের বিদ্যালয়ের নাম। এটা কীভাবে মেনে মেনে নেই।
আরেকটা ব্যাপার, বিদ্যালেয়র ফরম এন্ট্রি করতে গিয়ে দেখলাম- সেখানে আমাদের
ইউনিয়নের নামের বানানটি "PANCHGACHA"- এরকম আছে। অর্থাৎ যার উচ্চারণ এরকম
আসে- 'পাঁচগাছা'। অথচ আমাদের ইউনিয়নের নাম পাঁচগাছী। বানানটি সম্ভবতঃ এরকম
হওয়া উচিৎ ছিল- "PANCHGACHI". অাসলেই কি আমাদের ইউনয়নের নামের বানানটি
এরকম? এ ভুল কার? এ দায়ভার বইবে কে? কর্তৃপক্ষ একটু ভেবে দেখবেন কি?
No comments