সবাইকে বসন্তের বাসন্তী শুভেচ্ছা
আজ এই বসন্ত দিনে…
আহা আজি এ বসন্তে, কত ফুল ফোটে। কতো পাখি গায়। ।’ রবীন্দ্রনাথের এ গানটি শুনলেই মনে পড়ে বসন্তের কথা। আর বসন্ত মানেই সজীব পাতা ও ফুলের সমারোহ। বাতাসে শিহরণের ঘ্রাণ । শরীর ও মনে আলাদা এক অনুভুতি চনমনে-রিকিঝিকি।
বসন্ত আসলেই পল্লবিত হয়ে উঠে মন-মানুষ-প্রকৃতি। কোকিলের কুহুতান, পলাশ-শিমুলের রক্তিম আভা, শীত খেদানো সোনারোদ মায়াবী পরশে জাগিয়ে তোলে হিম-শীতল নাগরিক হৃদয়কে।
বসন্ত আসলেই আমি জেগে উঠি শরীর-মন-যেৌবনে। জেগে উঠি আপন চেতনায়, স্বমহিমায় ভ্রমর হয়ে। আমার হৃদয় উদ্বেল-উৎকন্ঠিত হয়ে উঠে ফুল রেণু-ফুল মধুতে। আমি প্রহরের পর প্রহর কান পেতে থাকি অজানা শিহরণের আগমনে এসা আমার ঘরে এসো।
আজ বসন্ত এলো দ্বারে। প্রিয় বন্ধুরা, অংক কষে সারা জীবন চলে না। জীবনে থেকে যায় ঘাত-প্রতিঘাত-সংঘাত। যাপিত জীবনে যেমন থাকে দু:খ-বেদনা, তেমন থাকে আনন্দ-সুখ। বসন্তদিন আমাদের পৃথিবীময় একটি অনবদ্য পাওয়া, এক মহাজাগতিক অন্যরকম ক্ষণ । এদিনের মাহাত্ম্য মানেই জীবন-প্রেম-ভালোবাসা।
অনুভুতির কোন উৎসবতা নেই। উৎসব করে ভালবাসা যায় না! ভালোবাসা মানেই ভালোবাসা..স্থান-কাল-পাত্র, কিছুই নয়-ভালোবাসা এক সার্বজনীন স্বগীয় অনুভুতি তাই আসুন প্রকৃত ভালোবাসার জন্য নিজেকে যোগ্য করে তুলি, বসন্ত হোক তারই প্রারম্ভিক প্রহর। জয় ভালোবাসা, জয় বসন্ত । সকলের জন্য বসন্তের বাসন্তী শুভেচ্ছা।…
আহা আজি এ বসন্তে, কত ফুল ফোটে। কতো পাখি গায়। ।’ রবীন্দ্রনাথের এ গানটি শুনলেই মনে পড়ে বসন্তের কথা। আর বসন্ত মানেই সজীব পাতা ও ফুলের সমারোহ। বাতাসে শিহরণের ঘ্রাণ । শরীর ও মনে আলাদা এক অনুভুতি চনমনে-রিকিঝিকি।
বসন্ত আসলেই পল্লবিত হয়ে উঠে মন-মানুষ-প্রকৃতি। কোকিলের কুহুতান, পলাশ-শিমুলের রক্তিম আভা, শীত খেদানো সোনারোদ মায়াবী পরশে জাগিয়ে তোলে হিম-শীতল নাগরিক হৃদয়কে।
বসন্ত আসলেই আমি জেগে উঠি শরীর-মন-যেৌবনে। জেগে উঠি আপন চেতনায়, স্বমহিমায় ভ্রমর হয়ে। আমার হৃদয় উদ্বেল-উৎকন্ঠিত হয়ে উঠে ফুল রেণু-ফুল মধুতে। আমি প্রহরের পর প্রহর কান পেতে থাকি অজানা শিহরণের আগমনে এসা আমার ঘরে এসো।
আজ বসন্ত এলো দ্বারে। প্রিয় বন্ধুরা, অংক কষে সারা জীবন চলে না। জীবনে থেকে যায় ঘাত-প্রতিঘাত-সংঘাত। যাপিত জীবনে যেমন থাকে দু:খ-বেদনা, তেমন থাকে আনন্দ-সুখ। বসন্তদিন আমাদের পৃথিবীময় একটি অনবদ্য পাওয়া, এক মহাজাগতিক অন্যরকম ক্ষণ । এদিনের মাহাত্ম্য মানেই জীবন-প্রেম-ভালোবাসা।
অনুভুতির কোন উৎসবতা নেই। উৎসব করে ভালবাসা যায় না! ভালোবাসা মানেই ভালোবাসা..স্থান-কাল-পাত্র, কিছুই নয়-ভালোবাসা এক সার্বজনীন স্বগীয় অনুভুতি তাই আসুন প্রকৃত ভালোবাসার জন্য নিজেকে যোগ্য করে তুলি, বসন্ত হোক তারই প্রারম্ভিক প্রহর। জয় ভালোবাসা, জয় বসন্ত । সকলের জন্য বসন্তের বাসন্তী শুভেচ্ছা।…

No comments