Breaking News

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট রংপুরে শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার খোলা চিঠি


প্রিয় বঙ্গবন্ধু কন্যা!
বাংলাদেশে আপনার আগেও অনেক প্রধানমন্ত্রী গত হয়েছেন এবং আপনার পরেও অনেকেই হবেন। কিন্তু কোন প্রধানমন্ত্রীর ‘বঙ্গবন্ধু কন্যা’ হবার বিরল যোগ্যতাটি হবে না। তাই আপনার কাছে আমাদের দাবীটাও একটু বেশি বৈকি। বঙ্গবন্ধু প্রটোকল ও সিকিউরিটির তোয়াক্কা না করেই অনেক সময় সাধারণ মানুষের সাথে মিশে যেতেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনতেন। আমি আপনার মাঝেও সেই সরলতার অনিন্দ্য-সুন্দর রূপটি দেখতে পাই। রাস্ট্রের গুরুত্বপূর্ণ কাজ সেরে আপনার সন্তানের জম্মদিনে আপনার নিজ হাতে ‘স্পেশাল রন্ধনের’ যে ছবিটি প্রকাশ পেয়েছে, বিশ্বাস করুন- তা দেখে আমারও আপনার সন্তান হওয়ার সাধ জাগে। ইচ্ছে করে- আপনাকে একবার ‘মা’ বলে ডাকার। আমাকে কি সেই অনুমতি দেবেন?
একটা প্রশ্নের উত্তর মিলছে না, তাই আপনার কাছে এই খোলা চিঠি লিখলাম। আমি জানি না, এই খোলা চিঠিটি আপনার কাছে পৌঁছবে কি-না? আমি এটা ভালোভাবেই অবগত যে, আমার মতো সাধারণ জনগণ আপনার সান্নিধ্য পেতে অর্থাৎ সাক্ষাৎ পাওয়া এবং আপনার মূল্যবান সময় নষ্ট করার অধিকার নেই।
মাননীয় প্রধানমন্ত্রী,
গণতান্ত্রিক দেশ ও স্বাধীন দেশের জনগণ হিসেবে আপনার কাছে কিছু জানার অধিকার আমার সাংবিধানিক ও আইন বিরুদ্ধ নয়। আর গণতান্ত্রিক নেত্রী হওয়ায় আপনি আমার প্রশ্নের উত্তর দিতেও আশা করি নিয়মের খিলাফ হবে না।
আমার প্রশ্ন –
আপনি নিজেই আমাদের রংপুর বিভাগের রংপুর জেলার সকল উন্নয়েনের দায়িত্ব নিয়েছেন।
রংপুরবাসী আমরা সে ক্ষেত্রে অনেক ভাগ্যবান।  আমাদের সকল চাওয়া পাওয়া এক এক করে আপনি পুরন করে দিচ্ছেন আমরা রংপুরবাসীও আপনার চাওয়ার সময় এতোটুকুও দায়িত্ববোধ থেকে সরে আসবো না। হয়তো আপনি জানেন না সারা বাংলাদেশের ন্যায় রংপুরেও উন্নয়নের জোয়াড়ে ভাসচ্ছে। আর এই উন্নয়নের জোয়ারে অনেক দলের মার্কাও হারিয়ে যাওয়ার পথে  আর সমস্ত কৃতিত্ব আমাদের নয় স্বয়ং আপনার। আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন এবং আপনার হাতকে আরো শক্তিশালি করুন। আপনার নেত্রিত্বে দেশ আরো এগিয়ে যাক।
আমরা রংপুরবাসী অনেক দিন পর একজন ভাল ও সৎ এবং কর্মঠ জেলা প্রশাসক পেয়েছি, যার মাধ্যমে গোটা রংপুর জেলার যে কাজ গুলোর দেখার কেউ ছিল না যে কাজ কাজ গুলো সরকারী অফিসার হিসেবে করার জন্য আগে কেউ কখনো যায়নি সেই কাজ গুলো আমাদের জেলা প্রশাসক জনাব রাহাত আনোয়ার করেছেন।আপনার উন্নয়েনের ধারাকে সব সময় রংপুরের জনগনের দোড় গড়ায় পৌছে দেওয়ার জন্য রাত দিন এমন কি ছুটির দিনেও তাকে আমরা পেয়েছি শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। তাই আমরা শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা সহ রংপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে রংপুরের উন্নয়নের জন্য একজন চৌকস জেলা প্রশাসক হিসেবে আবারো রাহাত আনোয়ার কে চাই এটাই আমাদের দাবী মাননীয় প্রধানমন্ত্রী।

No comments