Breaking News

ফেসবুকের বদৌলতে মিতুর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

কিছুদিন আগে আমাদের এলাকার ব্রেন টিউমারে আক্রান্ত ৫ম শ্রেনীর ছাত্রী মিতুকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। সেই স্ট্যাটাসটি নজর কাড়ে আমাদের রংপুরের মাননীয় DC Rangpur স্যারের। তারই সুবাদে আজ মিতুর বাবার হাতে অনুদানের টাকা তুলে দিলেন @DC_Rangpur স্যার। স্যালুট স্যার আপনাকে।



কৃতজ্ঞতা জানাচ্ছি রংপুরের মোঃ হাসান আল সাকিব ভাই, MD Prince ভাই,Ci Mamun ভাই, Merazul Islam কে। আপনাদের মিডিয়াতে লেখনির কারনেই অনেকেই চিকিৎসার জন্য সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

No comments