মোবাইলে সংরক্ষিত ছাবি ও কন্টাক্ট নাম্বার আজীবনের জন্য সংরক্ষণ পদ্ধতি।
***********************************************************************************
অনেক সময় দেখি অনেকে ব্যথিত চিত্তে পোস্ট দেন – মবাইল হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, বা নস্ট হয়ে গেছে। তবে মবাইলের জন্য উনারা কস্ট পান না। কস্টের কারণ হচ্ছে মোবাইলে সংরক্ষিত কনটাক্ট নাম্বা এবং বিশেষ করে ছবি হারিয়ে যাওয়া।
অনেকে পোস্টে জানতে চান কিভাবে কন্টাক্ট নাম্বার ও ছবি ফিরে পেতে পারেন?
কারো
নাম্বার হয়তো যোগার করা সম্ভব কিন্তু অনেক মূল্যবান স্মৃতি বিজরিত ছবি হারিয়ে
যাওয়া সত্যিই অনেক কষ্টকর। যারা Android operating systems এর স্মার্ট ফোন ব্যবহার
করেন তারা নীচের পদ্ধতি গুলি ব্যবহার করলে মমোবাইল হারিয়ে গেলে বা নস্ট হয়ে গেলে ও
কন্টাক্ট নাম্বার সমুহ ও ছবিগুলা হারাবে না। বরং আজীবন সেইভ থাকবে।
Google
play: অনেকে এটাকে Play Store বলেন। প্রায় সকল android মাবাইলে এই এ্যাপ install
করা থাকে। না থাকলে download করে নেবেন। তবে এই এ্যাপ ব্যবহার করের জন্য আপনার
Google email থাকতে হবে। মোবাইলে ইমেইল একটিভেট করার সময় synchronise অপশনে
contact on করে রাখলে আপনার কন্টাক্ট গুলো ইমেইল একাউন্টে সেইভ হয়ে যাবে।
এই এ্যাপ এর সেটিংয়ে synchronise অপশন on করে রাখলে আপনার ছবিগুলা আপনার Google email একাউন্টে সেইভ হয়ে যাবে। মোবাইলের মেমোরি কম থাকলে পুরো Google App download না করে শুধু Google photo download করতে পারবেন।
One drive: এটি ব্যবহার করতে গেলে আপনার মাইক্রোসফটের ইমেইল একাউন্ট (Hotmail, live বা outlook) থাকতে হবে।
Play store থেকে one drive এ্যাপ download করে সেটিং এ গিয়ে synchronise on করে রাখুন। এতে আপনার ছবি, কন্টাক্ট, ডকুমেন্ট ইত্যাদি ইমেই একাউন্টে সেইভ হয়ে যাবে।
CM Backup: play store থেকে download করতে হবে। এই এ্যাপের মাধ্যমে আপনার কন্টাক্ট নাম্বার সমুহ, টেক্ট মেসেজ এবং ফটো সহ অনেক কিছু backup এর মাধমে Google ইলেইলে সেইভ করে রাখা যায়। এই এ্যাপ এক্টিভ করার জন্য আপনার Google ইমেইল থাকতে হবে।
এইভাবে সুবিধামত এ্যপস্ গুলি ব্যবহার করে backup করে রাখলে, আপনার মোবাইল হারিয়ে গেলে, চুরি হলে বা নস্ট হয়ে গেলে – কন্টাক্ট নাম্বার বা ছবির জন্য কস্ট পেতে হবে না। নতুন মোবাইল কিনার পর এ্যাপস্ গুলি ডাউনলোড করে একই ইমেইল ব্যবহার করে একটিভেট করে synchronise on করে দিন – কয়েক মিনিটেই সবকিছু আপনার নতুন মোবাইলে পেয়ে যাবেন। লিখাটি উপকারী মনে করলে শেয়ার করে অন্যেকে জানার সুযোগ করে দিন।
No comments