Breaking News

হ্যাট্রিকের পথে বাংলাদেশ

এ বছরও বাংলাদেশের ৪টি উদ্যোগ তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সন্মানজনক WSIS Award-2016 এর জন্য মনোনীত হয়েছে। উদ্যোগগুলো যথাক্রমে, "সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস (ক্যাটাগরী-০৬)", "পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র (ক্যাটাগরী-০৭)", "শিক্ষক বাতায়ন (ক্যাটাগরী-০৯)" এবং "কৃষকের জানালা (ক্যাটাগরী-১৩)”। আপনাদের একটি ভোট পারে বাংলাদেশকে চূড়ান্ত বিজয়ী করতে, বাংলাদেশকে হ্যাট্রিক করাতে। দেশের সম্মান বাড়াতে.........ভোট দেয়ার জন্য আপনার একটা ই-মেইল এ্যাকাউন্টই যথেষ্ট। আপনাদের ভোটেই গত ২ বছর বাংলাদেশ WSIS Award পেয়েছিল। ভোট দেয়ার জন্য নিয়মাবলী দেখতে হবে আর দেশকে আবার বিজয়ী করার লক্ষ্যে উদ্যোগ নিতে হবে............।
ভোট করার নিয়মাবলী দেখতে এখানে ক্লিক করুন
ভোট দেয়ার জন্য এখানে ক্লিক করুন