দ্বিতীয় ধাপে যে ৬৮৪ ইউপিতে নির্বাচন
দ্বিতীয় ধাপে যে ৬৮৪টি ইউপির নির্বাচন সেগুলো হচ্ছে- রংপুরের পীরগঞ্জের বড়দরগাহ, ভেণ্ডাবাড়ী, চৈত্রকোল, কুমেদপুর, মদনখালী, টুকুরিয়া, চতরা, কাবিলপুর, মিঠিপুর, পাঁচগাছিয়া, শ্যানেরহাট।
চট্টগ্রাম কক্সবাজারের পেকুয়া, বারবাকিয়া, উজানটিয়া, মগনামা, পেকুয়া, রাজাখালী, টেটং, শীলখালী। ঢাকার কিশোরগঞ্জের কটিয়াদি, আচমিতা, বণগ্রাম, চানপুর, জালালপুর, করগাঁও, লোহাজুরী, মসুয়া, মুমুরদিয়া, সহশ্রম-ধুলদিয়া, বাজিতপুর, বলিয়ারদী দিঘীরপাড়, দুলালপুর, গাজীরচর, হালিমপুর, হিলচিয়া, হুমাইপুর, কৈলাগ, মাইজচর, পিরিজপুর, সরারচর, বরুড়া, আগানগর, ভাবনীপুর, খোসবাস (উঃ), চিতড্ডা, ঝলম, আড্ডা, আদ্রা, পয়ালগাছা, লক্ষ্মীপুর, সদর দক্ষিণ, জোড়কানন (পূর্ব), জোড়কানন (পঃ), চৌয়ারা, পেরুল (উত্তর), পেরুল (দক্ষিণ), বারপাড়া।
কুষ্টিয়ার দৌলতপুরের আদাবাড়ীয়া, আড়িয়া, বোয়ালিয়া, চিলমারী, দৌলতপুর, হোগলবাড়ীয়া, খলিসাকুণ্ডি, মরিচা, মথুরাপুর, পিয়ারপুর, ফিলিপনগর, প্রাগপুর, রামকৃষ্ণপুর, রিফাতেপুর। ভেড়ামারার বাহাদুরপুর, বাহিরচর, চাঁদগ্রাম, ধুরমপুর, জুনিয়াদহ, মোকারিমপুর। কুড়িগ্রাম রাজিবপুরের রাজিবপুর, কোদালকাটি, মোহনগঞ্জ। চিলমারীর অষ্টমীরচর, চিলমারী, নয়ারহাট, রমনা, রানীগঞ্জ, থানাহাট। ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড়, ভূরুঙ্গামারি, বলদিয়া, বঙ্গ সোনাহাট, চরভূরুঙ্গামারী, জয়মনিরহাট, পাইকেরছড়া, পাথরডুবি, শিলখুড়ি, তিলাই। গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা, চণ্ডিপুর, দহবন্দ, কঞ্চিবাড়ী, কাপাসিয়া, শ্রীপুর, তারাপুর, বামনডাংগা, ছাপারহাটী, ধোপাডাঙ্গা, রামজীবন, শান্তিরাম, সর্বানন্দ, সোনারায়।
ঢাকার গাজীপুরের কালীগঞ্জের বাহাদুরসাদী, বক্তারপুর, জামালপুর, জাঙ্গালিয়া, মোক্তারপুর, নাগরী, তুমুলিয়া। ঢাকার গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী, বান্ধাবাড়ী, ঘাঘর, হিরণ, কালাবাড়ী, কান্দি, কুশলা, পিঞ্জুরী, রাধাগঞ্জ, রামশীল, সাদুল্লাপুর, শুয়াগ্রাম। গোপালগঞ্জ সদরের বোড়াশী, বৌলতলী, চন্দ্রদিঘলিয়া, দুর্গাপুর, গোবরা, গোপীনাথপুর, হরিদাসপুর, জালালাবাদ, কাজুলিয়া, করপাড়া, কাঠি, লতিফপুর, মাঝিগাতি, নিজরা, পাইককান্দি, রঘুনাথপুর, সাহাপুর, সাতপাড়, সুকতাইল, উলপুর, উরফি।
চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত, মগধরা, মাইটভাঙ্গা, মুছাপুর, আজিমপুর, রহমতপুর, হারামিয়া, বাউরিয়া, আমানউল্যা, গাছুয়া, সন্তোষপুর, হরিশপুর। মিরেরসরাইয়ের ২নং হিঙ্গুলী, ৩নং জোরারগঞ্জ, ৪নং ধুম, ৫নং ওসমানপুর, ৬নং ইছাখালী, ৭নং কাটাছরা, ৮নং দুর্গাপুর, ৯নং মিরসরাই, ১৬নং সাহেরখালী। সীতাকুণ্ডের ১নং সৈয়দপুর, ২নং বারইয়াঢালা, ৪নং মুরাদপুর, ৫নং বাড়বকুণ্ড, ৬নং বাঁশবাড়িয়া, ৭নং কুমিরা, ৮নং সোনাইছড়ি, ৯নং ভাটিয়ারী, ১০নং সলিমপুর।
খুলনার চুয়াডাঙ্গার চুয়াডাংগা সদরের আলোকদিয়া, বেগমপুর, কুতুবপুর, মোমিনপুর, পদ্মবিলা, শংকরচন্দ্র, তিতুদহ। চট্টগ্রামের চাঁদপুরের হাইমচরের আলগী দুর্গাপুর (দঃ), আলগী দুর্গাপুর (উঃ), চরভৈরবী, হাইমচর, গাজীপুর, নীলকমল, আশিকাঠি, কল্যাণপুর, বাগাদি, বিষ্ণুপুর, চান্দ্রা, হানারচর, ইব্রাহীমপুর, মৈশাদী, রাজরাজেশ্বর, শাহমাহমুদপুর, রামপুর, লক্ষ্মীপুর মডেল, তরপুরচণ্ডী। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আলীনগর, বাঙ্গাবাড়ী, বোয়ালিয়া, চৌডালা, গোমস্তাপুর, পারবতীপুর, রাধানগর, রহনপুর।
ঢাকার জামালপুরের জামালপুর সদরের বাঁশচড়া, ঘোড়াধাপ, দিগপাইত, ইটাইল, কেন্দুয়া, লক্ষ্মীরচর, মেষ্টা, নরুন্দি, রানাগাছা, রশিদপুর, শাহবাজপুর, শরিফপুর, শ্রীপুর, তিতপল্লা, তুলসীরচর। মেলান্দহের আদ্রা, চরবানীপাকুরিয়া, দুরমুঠ, ফুলকোচা, ঘোষেরপাড়া, ঝাউগড়া, কুলিয়া, মাহমুদপুর, নাংলা, নয়ানগর, শ্যামপুর। রাজশাহীর জয়পুরহাটের জয়পুরহাট সদরের আমদই, বম্বু, ভাদসা, চকবরকত, ধলাহার, দোগাছী, জামালপুর, মোহাম্মদাবাদ, পরানপৈল। খুলনার ঝিনাইদহের মহেশপুরের আজমপুর, বাঁশবাড়িয়া, ফতেপুর, যাদবপুর, কাজিরবিড়, মান্দারবাড়িয়া, নাটিমা, নেপা, পান্তাপাড়া, শ্যামকুর, এসবিকে, স্বরূপপুর। যশোরের যশোর সদরের আরবপুর, বসুন্দীয়া, চাচড়া, চূড়ামনকাঠি, দেয়াড়া, ফতেপুর, হৈবতপুর, ইছালী, কাশিমপুর, কচুয়া, লেবুতলা, নরেন্দ্রপুর নওয়াপাড়া, রামনগর, উপশহর।
ঢাকা টাঙ্গাইলের ভুয়াপুরের অর্জুনা, ফলদা, গাবসারা, গোবিন্দাসী, নিকরাইল, অলোয়া। গোপালপুরের আলমনগর, ধোপাকান্দি, হাদিরা, হেমনগর, ঝাওয়াইল, মির্জাপুর, নগদা শিমলা। রংপুরের ঠাকুরগাঁওয়ের হরিপুরের আমগাঁও, বকুয়া, ভাতুরিয়া, ডাঙ্গীপাড়া, গেদুড়া, হরিপুর। রানীশংকৈলের বাচোর, ধর্মগড়, হোসেনগাঁও, কাশিপুর, লেহেম্বা, নন্দুয়ার, নেকমরদ, রাতুর। ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর, কলাতিয়া, কালিন্দী, রুহিতপুর, তারানগর, জিনজিরা, আগানগর, বাস্তা, কোন্ডা, শুভাঢ্যা, তেঘারিয়া। রংপুরের দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া, বিনোদনগর, দাউদপুর, গোলাপগঞ্জ, জয়পুর, কুশদহ, মাহমুদপুর, পুটিমারা, শালখুরিয়া। ফুলবাড়ীর আলাদিপুর, বেতদীঘি, দৌলতপুর, এলুয়াড়ী, কাজিহাল, খয়েরবাড়ী, শিবনগর। বিরামপুরের মুকুন্দপুর, দিওড়, জোতবানী, কাটলা, খানপুর, বিনাইল, পলিপ্রয়াগপুর। বোচাগঞ্জের আটগাঁও, ছাতইল, ঈশানিয়া, মুর্শিদহাট, নাফানগর, রণগাঁও। কাহারোলের ডাবোর, মুকুন্দপুর, রামচন্দ্রপুর, রসুলপুর, সুন্দরপুর, তারগাঁও।
নওগাঁর ধামইরহাটের আগ্রাদ্বিগুণ, আলমপুর, আড়ানগর, ধামইরহাট, ইসবপুর, জাহানপুর, খেলনা, উমার। পত্নীতলার আকবরপুর, আমাইড়, দিবর, ঘোষনগর, কৃষ্ণপুর, মাটিন্দর, নজিপুর, নির্মইল, পাটিচরা, পত্নীতলা, শিহাড়া। নাটোর লালপুরের আড়বাব, বিলমারিয়া, চংধুপইল, দুয়ারিয়া, দুড়দুড়িয়া, অর্জুনপুর বরমহাটি, ঈশ্বরদী, কদমচিলান, লালপুর, ওয়ালিয়া। নাটোরের বাগাতিপাড়ার পাঁকা। রংপুর নীলফামারীর নীলফামারীর সদরের চওড়াবড়গাছা, গোড়গ্রাম, খোকশাবাড়ী, পঞ্চপুকুর, পলাশবাড়ী, লক্ষ্মীচাপ, টুপামারী। ঢাকা নেত্রকোনার মদনের ফতেপুর, গোবিন্দশ্রী, কাইটাল, মদন, মাঘান, নায়েকপুর, তিয়াশ্রী, চাঁদগাঁও। আটপাড়ার বানিয়াজান, দুওজ, লনেশ্বর, স্বরমুশিয়া, সুখারী, সোনাই, তেলিগাতী।
চট্টগ্রামের নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী, চরফকিরা, চরহাজারী, চরকাকরা, চরপার্বতী, মুছাপুর, রামপুর, সিরাজপুর। কবিরহাটের ধানশালিক, ধানসিঁড়ি, বাটইয়া, চাপরাশীরহাট, ঘোষবাগ, নোরত্তমপুর, সুন্দলপুর। ঢাকার নরসিংদীর শিবপুরের আয়ুবপুর, বাঘাব, দুলালপুর, যোশর, জয়নগর, পুটিয়া, সাধারচর। বেলাবোর আমলাব, বাজনব, চরউজিলাব, বেলাব, বিন্নাবাইদ, নারায়ণপুর, পাটুলি, সল্লাবাদ। রাজশাহীর পাবনার ফরিদপুরের বনওয়ারীনগর, বৃলাহিড়ীবাড়ী (বিএলবাড়ী), ডেমরা, ফরিদপুর, হাদল, পুংগলী। ভাংগুড়ার অষ্টমণিষা, দিলপাশার, খানমরিচ, পারভাংগুরা।
রংপুরের পঞ্চগড় বোদার বড়শশী, বেংহারী বনগ্রাম, বোদা, চন্দনবাড়ী, ঝলইশালশিরী, কাজলদিঘী কালিয়াগঞ্জ, ময়দানদিঘী, মাড়েয়া বামনহাট, পাচপীর, সাকোয়া। বরিশালের পটুয়াখালীর পটুয়াখালী সদরের বড়বিঘাই। চট্টগ্রামের ফেনীর পরশুরামের চিথিলা, বক্সমাহমুদ, মির্জানগর। ফুলগাজীর আমজাদহাট, দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সিরহাট, আনন্দপুর। ঢাকার ফরিদপুরের আলফাডাঙ্গার আলফাডাঙ্গা সদর, বানা, বুড়াইচ, গোপালপুর, পাচুড়িয়া, টগরবন্দ। রাজশাহীর বগুড়ার সোনাতলার দিকদাইর, জোড়গাছা, মধুপুর, সোনাতলা, পাকুলিয়া, তেকানীচকাইনগর। শিবগঞ্জের আটমূল, বিহার, বুড়িগঞ্জ, দেওলী, কিচক, ময়দানহাটা, মাজিহট্ট, মোকামতলা, পীরব, রায়নগর, সৈয়দপুর, শিবগঞ্জ।
চট্টগ্রামের বি-বাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর, কাইতলা (দঃ), লাউরফতেপুর, নবীনগর (পুঃ), সাতমোড়া, শ্রীরামপুর, রছুল্লাবাদ, বীরগাঁও, বিটঘর (টিয়ারা), বিদ্যাকুট, নাটঘর। বরিশালের ভোলার চরফ্যাশনের আমিনাবাদ, নুরাবাদ, আবুবকরপুর, আব্দুল্লাহপুর, ওসমানগঞ্জ। মনপুরার সাকুচিয়া (উঃ), সাকুচিয়া (দঃ)। ভোলা সদরের ইলিশা, কাচিয়া, রাজাপুর। খুলনার মাগুরার মাগুরা সদরের আঠারখাদা, বেরইল পলিতা, বগিয়া, চাউলিয়া, গোপালগ্রাম, হাজীপুর, হাজরাপুর, জগদল, কছুন্দি, কুচিয়ামোড়া, মঘী, রাঘবদাইড়, শত্রুজিত্পুর।
ঢাকার মাদারীপুরের মাদারীপুর সদরের বাহাদুরপুর, ছিলারচর, ধুরাইল, কলিকাপুর, খোয়াজপুর, পাঁচখোলা, রাস্তি, শিরখারা, দুধখালী, ঘটমাঝি, ঝাউদী, কেন্দুয়া, কুনিয়া, মুস্তফাপুর, পেয়ারপুর। ঢাকার মানিকগঞ্জের হরিরামপুরের আজিমনগর, বাল্লা, বলড়া, বয়ড়া, চালা, ধুলসুড়া, গালা, গোপীনাথপুর, হারুকান্দি, কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর, সুতালড়ী। দৌলতপুরের বাচামারা, বাঘুটিয়া, চকমিরপুর, চরকাটারী, ধামশ্বর, জীয়নপুর, কলিয়া, খলশী। খুলনার মেহেরপুরের মুজিবনগরের দারিয়াপুর, মহাজনপুর, বাগোয়ান, মোনাখালী।
সিলেটের মৌলভীবাজারের বড়লেখার বড়লেখা, বর্ণি, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ (দক্ষিণ), দাসেরবাজার, নিজ বাহাদুরপুর, সুজানগর, দক্ষিণভাগ (উত্তর), উত্তর শাহবাজপুর, তালিমপুর। জুড়ীর গোয়ালবাড়ী, সাগরনাল, পূর্বজুরী, জায়ফরনগর, পশ্চিম জুড়ী। ঢাকার মুন্সীগঞ্জের সিরাজদিখানের চিত্রকোর্ট, কেয়াইন, রাজনগর, শেখরনগর। শ্রীনগরের আটপাড়া, বাড়ৈখালী, বীড়তারা, হাঁসাড়া, ষোলঘর, বঘড়া, ভাগ্যাকুল, কোলাপাড়া, কুকুটিয়া, পাটাভোগ, রাড়ীখাল, শ্রীনগর, শ্যামসিদ্ধি, তন্তর।
ঢাকার ময়মনসিংহের তারাকান্দার বালিখাঁ, বানিহালা, বিসকা, গালাগাঁও, ঢাকুয়া, কাকনী, কামারগাঁও, কামারিয়া, রামপুর, তারাকান্দা। গৌরীপুরের অচিন্তপুর, ভাংনামারী, বোকাইনগর, ডৌহাখলা, গৌরীপুর, ময়লাকান্দি, মাওহা, রামগোপালপুর, সহনাটি, সিধলা।পাটগ্রামের বাউরা, দহগ্রাম, জগতবেড়, জোংড়া, কুচলীবাড়ী, পাটগ্রাম, শ্রীরামপুর, বুড়িমারি। হাতীবান্ধার বড়খাতা, ভেলাগুড়ি, ডাউয়াবাড়ী, গড্ডিমারী, গোতামারী, নওদাবাস, পাটিকাপাড়া, সিংগিমারী, সিন্দুর্ণা, টংভাঙ্গা, সানিয়াজান, ফকিরপাড়া। ঢাকার শেরপুরের শ্রীবর্দীর সিংগাবরুনা, শ্রীবরদী, কুড়িকাহনীয়া, গড়জরিপা, খরিয়াকাজীর চর, কাকিলাকুড়া। শেরপুর সদরের বেতমারী। নকলার গণপদ্দি, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী পাঠাকাটা, টালকি, চরঅষ্টধর, চন্দ্রকোনা।
রাজশাহীর সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সদরের বাগবাটি, বহুলী, কালিয়াহরিপুর, কাওয়াকোলা, খোকশাবাড়ী, মেসরা, রতনকান্দি, সয়দাবাদ, শিয়ালকোল, ছোনগাছা। সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, আলীরগাঁও, ফতেপুর, নন্দিরগাঁও, তোয়াকুল। কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রণিখাই, দক্ষিণ রণিখাই। ছাতকের ছাতক, চরমহল্লা, ইসলামপুর, কলারুকা, নোয়ারই, খুরমাই (উঃ), ভাতগাঁও, দোলারবাজার, খুরমা (দক্ষিণ), জাউয়াবাজার, সৈদেরগাঁও, চৈলাআফজালাবাদ, সিংচাপইড়। আজমিরীগঞ্জের আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছিও, শিবপাশা।