Breaking News

অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
শনিবার নির্বাচন কমিশনের ৩৮তম সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, অনলাইনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীকে স্বশরীরে আসতে হবে না। তাকে মনোনয়ন দেওয়া হয়েছে কি না মোবাইলে এসএমএস এর মাধ্যমে তা জানানো হবে।

No comments