বাংলাদেশ আজ দুইভাগে বিভক্তঃ
একটা হলো মহান স্বাধীনতার পক্ষশক্তি আর অন্যটা হলো স্বাধীনতা বিরোধী অপশক্তি।
স্বাধীনতা পক্ষশক্তির নেতৃত্বে রয়েছেন- স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, বাংলার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তের যোগ্য উত্তরাধিকারী, বিশ্ব মানবতার জননী, বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্বের কোটি কোটি নিপীড়িত মানুষের বলিষ্ঠ কন্ঠস্বর, লাখো লাখো শরণার্থীদের একমাত্র আশ্রয়স্থল, যুদ্ধমুক্ত আলোকিত বিশ্বগড়ার স্বপ্নদ্রষ্টা, শান্তিকন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনা।
অন্যদিকে স্বাধীনতা বিরোধী অপশক্তির নেতৃত্বে রয়েছেন- পাকিস্তানের
খেতাবপ্রাপ্ত বিশ্বস্ত গুপ্তচর, একাত্তর রণাঙ্গনের 'আতকা মুক্তিযোদ্ধা',
বাংলার মহানায়কের হত্যার পরিকল্পনাকারী, একাত্তরের পরাজিত অপশক্তির
পুনর্বাসনকারী ও দানবে রুপদানকারী, লাখো মা-বোনকে পতিতাবৃত্তির
লাইসেন্সদানকারী, হাজার হাজার মদের ডিলারশিপ অনুমোদনদাতা, ঠান্ডা মাথার
খুনি জিয়ার স্ত্রী, একাত্তরের পরাজিত রাজাকারদের গাড়িতে পতাকা তুলে
দেওয়ার ধৃষ্টতা প্রদর্শনকারী, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন অর্জনকারী,
হাওয়া ভবন তৈরির কারিগর, একুশের আগষ্ট গ্রেণেড হামলার পরিকল্পনাকারী ও
মিঃ টেনপারসেন্ট খ্যাত এবং আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী তারেকের মাতা, বহু
রাজনৈতিক হত্যাকাণ্ডের হোতা, একাত্তরের পরাজিত অপশক্তির সাথে রাজনৈতিক জোট
গঠনকারী, পেট্রোলবোমার জননী বেগম খালেদা জিয়া।
এবার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার, আপনি কোনপক্ষে থাকবেন?
স্বাধীনতার পক্ষ শক্তির সাথে নাকি স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে???
জীবন আপনার মতামত ও আপনার!!!
এবার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার, আপনি কোনপক্ষে থাকবেন?
স্বাধীনতার পক্ষ শক্তির সাথে নাকি স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে???
জীবন আপনার মতামত ও আপনার!!!

No comments