Breaking News

৪২৭ টাকায় ২.৫ জিবি কিনুন এবং উপভোগ করুনঃ

  • Vogue Lifestyle Lounge (মেম্বারশিপে ৪০% ছাড় এবং স্পা সেলুন এ ১০% ছাড় )
  • Laser Chain and Skin Centre Ltd ( সার্ভিসের উপর ২০% ছাড় )
  • Sweet dreams ( পন্যের উপর ১০% ছাড় )
গ্রাহক শুধু ১০ ই মার্চ থেকে ১৭ই মার্চ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবে।

কিভাবে ডিস্কাউন্ট পাওয়া যাবে?

  • গ্রাহক যারা এই প্যাক গ্রহণ করেছে তাদের *১২১*১*৪# ডায়াল করতে হবে।
  • যদি গ্রাহক ২.৫ জিবি ইউজার হয়ে থাকে তাহলে গ্রাহক জিপি থেকে ফিরতি এসএমএস পাবেন ২.৫ জিবি গ্রাহক পরিচয়ক হিসেবে।
  • এরপর গ্রাহক ডিস্কাউন্ট পাবে।

অন্যান্য শর্তাবলীঃ

  • সকল প্রি-পেইড এবং পোস্ট পেইড গ্রাহকের জন্যে।
  • ২.৫ জিবি পেতে ডায়াল করুন *১২১*৩০১০#
  • অফার ১০ মার্চ শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত চলবে।
  • অব্যবহৃত ডাটা ভলিউম প্যাকেজ কার্যকর করার ভ্যালিডিটি পর্যন্ত বহাল থাকবে।
  • ইন্টারনেট ভলিউম শেষ হবার পর .০১/১০ কেবি চার্জ কাটা হবে, ( সময়সীমা থাকা পর্যন্ত, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
  • ডিস্কাউন্ট তখনই দেয়া হবে যদি GP Internet থেকে You are enjoying 2560MB Internet ফিরতি এসএমএস দেয়া হয়।
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে *১২১*১*৫# ডায়াল করুন।

No comments