Breaking News

সরকারের সফলতার কথা তুলে ধরবে তৃণমূলের তথ্যজানালা

সরকারের বিভিন্ন সফলতার কথা তৃণমূল পর্যায় থেকে তুলে ধরতে ‘তৃণমূলের তথ্যজানালা’ নামের একটি কর্মসূচি হাতে নিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। এ প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ইনফো লিডার (তথ্যকর্মী) তৈরি করবে সরকার। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তা এ বিষয়ে প্রশিক্ষণ পাবেন।
ইনফো লিডার হিসেবে গড়ে তুলতে তাঁদের প্রতিবেদন ও ফিচার লেখা, আউটসোর্সিং ও ই-কমার্স বিষয়ে সক্ষমতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য গতকাল বৃহস্পতিবার মাস্টার ট্রেইনার তৈরির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় তিনি বলেন, ১০ হাজার উদ্যোক্তার শ্রম ও দক্ষতা বিবেচনায় রেখে তাঁদের জন্য আরও কিছু সম্ভাবনার দ্বার খুলে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের আউটসোর্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া এতে এলাকার উন্নয়নের কথা তাঁরা তুলে ধরতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) নির্বাহী সম্পাদক অলিউর রহমান প্রমুখ।
তৃণমূলের তথ্যজানালা ওয়েবসাইটে থাকবে একটি ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) সাইট। এতে ইউডিসির উদ্যোক্তাদের পাঠানো বিভিন্ন সংবাদ, তথ্য ও ছবি এসে জমা হবে। এগুলোর মধ্য থেকে উন্নয়নমূলক প্রতিবেদন, ফিচার ও ছবি বাছাই করে তৃণমূলের তথ্যজানালা সম্পাদনা ডেস্কের তত্ত্বাবধানে বিভিন্ন মাধ্যমের জন্য ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ গণমাধ্যমে তা তুলে ধরা হবে। বাছাই করা লেখা নিয়ে প্রকাশনা করা হবে।
ইউডিসি উদ্যোক্তাদের আয় বাড়ানোর লক্ষ্যে আউটসোর্সিংয়ের বিষয় হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ই-কমার্সের প্রায়োগিক ও ব্যবহারিক দিকের ওপর প্রশিক্ষণ পাবেন তাঁরা।
তিন বছর মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সহযোগিতা দিচ্ছে এটুআই কর্মসূচি এবং বাস্তবায়ন-সহযোগী হিসেবে কাজ করছে টিএসবি।
মো. মিন্টু হোসেন
বিস্তারিত: প্রথম আলো

No comments