বেশি তথ্যদানে ক্ষমতায়িত হবে তৃণমূল
‘গ্রাম বাংলার উন্নয়নসহ ঐতিহ্য, কৃষি, শিক্ষা ও
স্বাস্থ্যসেবা সম্পর্কিত ইতিবাচক ধারার তথ্য ও সংবাদ প্রচারের সুযোগ তৈরি করেছে
ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম। সারাদেশের ৪
হাজার ৫৫০টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তা প্রতিবেদন, ফিচার, আউটসোর্সিং ও
ই-কমার্সের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। তারা স্থানীয় তথ্য ও সংবাদ মানুষের কাছে ছড়িয়ে
দিচ্ছেন। ফলে মানুষ যেমন ক্ষমতায়িত হবে, তেমনি ইউডিসি উদ্যোক্তারা হয়ে উঠবেন একজন ইনফোলিডার হিসেবে।
মঙ্গলবার বগুড়ায় জাতীয় কম্পিউটার
প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের
তথ্য জানালা কর্মসূচি ও তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) যৌথ উদ্যোগে আয়োজিত
রাজশাহী ও রংপুর বিভাগের তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার)
কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইংরেজি দৈনিক ডেইলি
অবজারভার পত্রিকার নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বলেন, মানুষকে যত তথ্য দেয়া হবে তত ক্ষমতায়িত হবেন তারা। গ্রাম
বাংলার ঐতিহ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য, উন্নয়ন সংবাদ, প্রতিবেদন ও ফিচার রচনা করে তা মানুষের কাছে পৌঁছে দেয়ার কাজটি করতে পারেন
ইউডিসি উদ্যোক্তারা।
তিনি ইউডিসিতে নিয়োজিত ১০ হাজার
উদ্যোক্তাকে তথ্য, প্রতিবেদন ও ফিচার
গুছিয়ে লেখা এবং আউটসোর্সিং ও ই-কমার্সের প্রশিক্ষণ নিয়ে তৃণমূলের তথ্যপ্রবাহ
নিশ্চিত করা এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনার মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল
করে গড়ে তোলার আহ্বান জানান।
নেকটার পরিচালক মো. আশরাফউদ্দিনের
সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএসবির নির্বাহী সম্পাদক
ড. অলিউর রহমান ও সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট।
এ কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের
৩২ জন প্রশিক্ষক প্রশিক্ষণ অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের
টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিস বিভাগের চেয়ারম্যান আ জ ম শফিউল আলম, সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, ড. অলিউর রহমান, আউটসের্সিং ও
ই-কমার্স বিশেষজ্ঞ মিনার মাসুদ ও সোহেল রানা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় দুজন করে মোট ১২৮ জনকে প্রশিক্ষক-প্রশিক্ষণের
মাধ্যমে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তুলছে। প্রশিক্ষণ শেষে ইউনিয়ন ডিজিটাল
সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লিখন এবং আউটসোর্সিং ও
ই-কমার্স বিষয়ের ওপর প্রশিক্ষণ দেবেন এসব মাস্টার ট্রেইনার। নিয়মিত ফিচার, প্রতিবেদন এবং আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনার মাধ্যমে
ইউডিসি উদ্যোক্তারা ইনফোলিডার হিসেবে গড়ে উঠবে।
তিন বছর মেয়াদি ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই
প্রোগ্রাম। কর্মসূচির বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে টিএসবি। বিজ্ঞপ্তি।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
No comments