Breaking News

প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর অনেকেই হয়ত প্রাপ্ত ফলাফল নিয়ে সন্তুষ্ট নয়। ১২মে থেকে ১৮ মে পর্যন্ত পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।




প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর অনেকেই হয়ত প্রাপ্ত ফলাফল নিয়ে সন্তুষ্ট নয়। ১২মে থেকে ১৮ মে পর্যন্ত পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে।
আবেদন করার জন্য আজই যোগাযোগ করুন: পাঁচগাছী ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পীরগঞ্জ, রংপুর মোবা: ০১৭১৯২৪৬৩৫৫, ০১৯৭৯২৪৬৩৫৫
আবেদনের জন্য তোমার টেলিটক সিম থেকে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে <Space> দিয়ে প্রার্থীর রোল নম্বর লিখে <Space> দিয়ে Subject Code লিখে পাঠিয়ে দাও ১৬২২২ নম্বরে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫টাকা চার্জ হবে।
ফিরতি এসএমএস-এ আবেদন ফি বাবদ কতটাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN NUMBER প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN NUMBER লিখে <Space> দিয়ে CONTACT NUMBER লিখে পাঠিয়ে দাও ১৬২২২ নম্বরে।
যেসব বিষয়ের ২টি পত্র (যেমনঃ বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি Subject Code (বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭)-এর বিপরীতে আবেদন দুইটি পত্রের জন্য আবেদন হিসাবে গণ্য হবে এবং আবেদন ফি হিসাবে ২৫০টাকা প্রযোজ্য হবে।
একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হব

No comments