Breaking News

ডব্লিউএসআইএস পুরস্কারে চ্যাম্পিয়ন বাংলাদেশ



তৃতীয়বারের মতো আজ বুধবার তথ্য প্রযুক্তি খাতে অত্যন্ত মর্যাদা সম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার পেয়েছে বাংলাদেশ। এবারের ‘ডব্লিউএসআইএস প্রাইজ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড-২০১৬’-তে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ৪টি উদ্যোগ চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করেছে। 

তৃতীয়বারের মতো আজ বুধবার তথ্য প্রযুক্তি খাতে অত্যন্ত মর্যাদা সম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার পেয়েছে বাংলাদেশ। এবারের ‘ডব্লিউএসআইএস প্রাইজ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড-২০১৬’-তে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ৪টি উদ্যোগ চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করেছে।
আজ বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরে এ পুরস্কারের জন্য এটুআইয়ের ৪টি উদ্যোগের নাম ঘোষণা করা হয়।
চ্যাম্পিয়ন হওয়া উদ্যোগগুলো হলো সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস (ক্যাটাগরি-০৬), পরিবেশ অধিদফতরের অনলাইন ছাড়পত্র (ক্যাটাগরি-০৭), শিক্ষক বাতায়ন (ক্যাটাগরি-০৯) এবং কৃষকের জানালা (ক্যাটাগরি-১৩)।
এদিকে এটুআই তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে, এটুআই প্রোগ্রামের হাত ধরে তৃতীয়বারের মত আন্তর্জাতিক সন্মাননা পেল বাংলাদেশ। এবছর Bangladesh NG0’s Network for Radio and Communication (BNNRC)-এর নারী সাংবাদিকদের নিয়ে একটি উদ্যোগ বিজয়ী এবং এটুআই প্রোগ্রামের ৪টি উদ্যোগ সন্মানজনক WSIS Award-2016 এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অ‍‍র্জন করেছে। 
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’ প্রকল্প এবং ২০১৫ সালে এটুআইয়ের ন্যাশনাল ওয়েব পোর্টাল প্রজেক্ট ‘এক্সেস টু ইনফরমেশন অ্যান্ড নলেজ’ ক্যাটাগরিতে পুরস্কার পায় বাংলাদেশ। 

No comments